আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার থেকে মার্কিন অ্যাপ হোয়াটসঅ্যাপের পরিবর্তে রাষ্ট্রীয় টেলিকম সংস্থা তুর্কসেলের অ্যাপ ‘বিআইপি’র মাধ্যমে সাংবাদিকদের ব্রিফ করা হবে। এ ঘোষণার পর তুর্কি লোকজন ‘ডিলেটিং হোয়াটসঅ্যাপ’ হ্যাশট্যাগের মাধ্যমে মার্কিন অ্যাপটি ব্যবহারে নিরুৎসাহিত করছেন সবাইকে।
রবিবার (১০ জানুয়ারি) এরদোগানের কার্যালয় থেকে দেওয়া ওই বিবৃতির পর মাত্র ২৪ ঘণ্টায় তুর্কসেলের অ্যাপ বিআইপির গ্রাহক সংখ্যা ১১ লাখ ২০ হাজার।
বিশ্বব্যাপী ৫ কোটি ৩০ লাখ গ্রাহক তৈরি করতে চায় তুর্কি এই অ্যাপটি।
আরও পড়ুন : হঠাৎ এরদোগানের সঙ্গে হারিরির ...
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান তার কার্যালয়ে মার্কিন অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করে দিয়েছেন। ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য তিনি ওই মার্কিন অ্যাপের পরিবর্তে বর্তমানে তুর্কি অ্যাপ বিআইপি ব্যবহার করছেন। সূত্র : ইসলাম টাইমস
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড