আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। কিন্তু দেশটি রবিবার (১০ জানুয়ারি) পরিবেশ বান্ধব নতুন নগরী গড়ার ঘোষণা দিয়েছে। এ নগরী থাকবে গাড়িশূন্য, যেখানে কোনো কার্বন নিঃসরণ ঘটবে না।
দেশটির বৃহৎ এনইওএম প্রকল্পের আওতায় নতুন এ নগরীর জন্য ব্যয় ধরা হয়েছে ৫০ হাজার কোটি মার্কিন ডলার। এটি দৃষ্টিনন্দন লোহিত সাগর উপকূলে তৈরি করা হবে। এর কাজ শুরু হবে চলতি বছরের প্রথমার্ধে।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘দ্য লাইন’ শিরোনামে এই নগরীর পরিকল্পনার উদ্বোধন করেন যা রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়।
নগরীর আয়তন হবে ১৭০ কিলোমিটার। এতে বাস করা লোকের সংখ্যা হবে ১০ লাখ। নগরীতে গাড়ির ব্যবহার থাকবে না। তবে গণপরিবহন থাকবে। কিন্তু গণপরিবহনে ভ্রমণ ২০ মিনিটের বেশি হবে না।
আরও পড়ুন : সাইবারস্পেস নিয়ন্ত্রণে চীনের ‘নয়া হাতিয়ার’ সাবমেরিন ক্যাবল
নতুন এ প্রকল্পে তিন লাখ ৮০ হাজার লোকের কর্মসংস্থান হবে। এছাড়া ২০৩০ সাল নাগাদ দেশটির জিডিপিতে চার হাজার আটশ কোটি মার্কিন ডলার যুক্ত হবে।
আরও পড়ুন : শিকাগোতে বন্দুকধারীর হামলায় নিহত বেড়ে ৬
উল্লেখ্য, এনইওএমের বিবৃতি থেকে এসব কথা জানা গেছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড