আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে থাকছেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। শনিবার (৯ জানুয়ারি) তার একজন শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের কাছে তথ্যটি নিশ্চিত করেছে।
এর আগে শুক্রবার (৮ জানুয়ারি) বাইডেনের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে সাফ জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়ার কয়েক ঘণ্টা পরই টুইটারে রীতি ভেঙে শপথ অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেন তিনি।
ট্রাম্প তার মেয়াদ শেষের আগ মুহূর্তে দ্বিতীয় দফা অভিশংসনের মুখোমুখি হওয়ার আশঙ্কার মধ্যে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, যারা যারা জানতে চেয়েছেন, তাদের সবাইকে বলছি, আমি শপথ অনুষ্ঠানে যাচ্ছি না।
আরও পড়ুন : ইতালিতে ক্যান্সারে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
এর আগে মঙ্গলবার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনে সমর্থকদের নজিরবিহীন হামলার পর ট্রাম্প ‘নিয়ম মাফিক ক্ষমতা হস্তান্তরেরও প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে নির্বাচনে কারচুপি এবং জয় ‘চুরি করে নেওয়ার’ ভিত্তিহীন অভিযোগ থেকে ট্রাম্প সরে আসেননি।
আরও পড়ুন : টুইটার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : ট্রাম্প
ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প হচ্ছেন চতুর্থ প্রেসিডেন্ট, যিনি উত্তরসূরির শপথে যাচ্ছেন না। এর আগে শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৮৬৯ সালে বিদায়ী প্রেসিডেন্ট এন্ডু জনসনের সময়।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড