আন্তর্জাতিক ডেস্ক
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে হামলার জন্যও পাকিস্তানের সশস্ত্র জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবার শীর্ষ নেতা জাকিউর রেহমান লাকভির বিচারের দাবি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার ( ৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ৯ টায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিভাগ থেকে টুইটারে এ দাবি জানানো হয়।
সেখানে উল্লেখ করা হয়, পাকিস্তান সরকারের উচিত হবে সন্ত্রাসী কাজে অর্থ যোগানের পাশাপাশি জাকিউর রেহমান লাকভিকে সন্ত্রাসী হামলা বিশেষ করে মুম্বাই হামলার জন্য বিচারের মুখোমুখি করা।
এর আগে শুক্রবার (৮ জানুয়ারি) জঙ্গি ও সন্ত্রাসী কাজে অর্থ যোগানের অপরাধে লাকভিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত।
আরও পড়ুন : এখনো ট্রাম্পের পদত্যাগ চায় অধিকাংশ আমেরিকান
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন এই লাকভি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড