আন্তর্জাতিক ডেস্ক
প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ায় চীনের এক সেনাকে আটক করে হেফাজতে নিয়েছে ভারত।
শুক্রবার (৮ জানুয়ারি) লাদাখের প্যাংগং সো লেকের দক্ষিণ এলাকা রেজাং লা থেকে চীনের এক সৈন্যকে আটক করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের সেনাবাহিনী।
বিবৃতিতে বলা হয়, প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতে ঢুকে পড়ায় সেখানে মোতায়েন ভারতীয় জওয়ানরা তাকে আটক করে। কী কারণে ওই সেনা সীমান্ত পার করেছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। একইসঙ্গে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। চীনা সেনাবাহিনীকেও বিষয়টি জানানো হয়েছে।
গত মে থেকে পূর্ব লাদাখ সীমান্তে ভারত-চীন সংঘাত শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বার ভারতীয় ভূখণ্ড থেকে চীনা সেনাকে আটক করা হয়েছে। এর আগে অক্টোবরে ডেমচক সেক্টর দিয়ে অনুপ্রবেশের অভিযোগে একজনকে আটক করা হয়েছিল। সূত্র : হিন্দুস্তান টাইমস
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড