আন্তর্জাতিক ডেস্ক
হল না শেষরক্ষা। কঠোর লকডাউনের পথে হেঁটেও করোনায় মৃত্যু রুখতে পারল না ভুটান। করোনা শুরুর প্রায় ১০ মাস পর হিমালয়ের কোলে থাকা এই দেশ থেকে প্রথম করোনায় মৃত্যুর খবর এল এবার। করোনা মহামারীর শুরুর পর থেকেই কড়া ব্যবস্থা নেয় ভুটান, পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। খবর টিভি নাইন এর।
এছাড়া নানা ব্যবস্থাপনায় সংক্রমণের গতিতেও রাশ টানতে সক্ষম হয়েছিল ৭ লক্ষ ৫০ হাজার মানুষের দেশ। কিন্তু প্রাণহানি ঠেকানো গেল না। আজ শুক্রবার দেশে প্রথম করোনায় প্রাণ হারালেন ৩৪ বছরের এক ব্যক্তি। রাজধানী থিম্পুতে যকৃতের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। পরে করোনা রিপোর্ট পজেটিভ আসে ও তার মৃত্যু হয়।
এদিকে, ডিসেম্বর পর্যন্ত ভুটানে বাড়তে শুরু করে করোনা আক্রান্তর সংখ্যা। ৪০০ থেকে বেড়ে করোনা আক্রান্তর সংখ্যা হয় ৭৭০। তখন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, এই সংক্রমণ আগের থেকে আরও বেশি। এর পরে আবারও কড়া পদক্ষেপ করে ভুটান। জেলার বাইরে কিংবা দেশের বাইরে যেতে হলে বাধ্যতামূলক করা হয় ‘স্পেশ্যাল মুভমেন্ট’ কার্ড।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড