আন্তর্জাতিক ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত হিসেবে আইতান নায়েহকে নিয়োগ দিয়েছে ইসরায়েল। আবুধাবিতে একটি অস্থায়ী মিশন স্থাপনের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আইতান নায়েচ ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তুরস্কে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে আঙ্কারা তাকে বহিষ্কার করে।
তিনিই প্রথম ইসরায়েলি যিনি সংযুক্ত আরব আমিরাতে সম্পূর্ণ কূটনৈতিক অবস্থান অর্জন করবেন এবং তার অস্থায়ী মিশন স্থায়ী দূতাবাস স্থাপনে সহায়তা করবে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আমিরাতের প্রথম কূটনীতিক হিসেবে নায়েহকে নিয়োগ দেওয়া হয়েছে। শিগগির তিনি আমিরাত পৌঁছাবেন। আনুষ্ঠানিকভাবে সরকার রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া পর্যন্ত তিনি সেখানে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে স্থায়ী দূতাবাস স্থাপন করা হবে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর ট্রাম্প প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ওয়াশিংটনে আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের চুক্তি স্বাক্ষর করে। সূত্র : আরব নিউজ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড