আন্তর্জাতিক ডেস্ক
নানা চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে পরাজয় মেনে নিয়ে জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে যৌথ অধিবেশনে স্বীকৃতি দেয় মার্কিন কংগ্রেস। আগামী ২০ জানুয়ারি তার শপথ নেয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না।
ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ ও ফরাসি বার্তা সংস্থা এএফপির জানিয়েছে, বৃহস্পতিবার (৭ জানুয়ারি) স্বেচ্ছায় হোয়াইট হাউস ছাড়ার ঘোষণা দেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছিলেন, জো বাইডেনের কাছে সুশৃঙ্খলভাবেই ক্ষমতা হস্তান্তর করা হবে। নির্বাচনের ফল নিয়ে যদিও আমার সম্পূর্ণ দ্বিমত রয়েছে এবং ঘটনাবলীও আমাকে সমর্থন করছে। তথাপি আগামী ২০ জানুয়ারি সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।
আরও পড়ুন : বাইডেনের জয় চূড়ান্ত করল কংগ্রেস
কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার পর বিবৃতির মাধ্যমে তিনি এমনটি দাবি করেন।
আরও পড়ুন : মার্কিন পার্লামেন্টে ট্রাম্প সমর্থকদের হামলায় বিশ্বনেতাদের নিন্দা
২০২৪ সালের নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হওয়ার আভাস দিয়ে ট্রাম্প বলেন, প্রেসিডেনশিয়াল ইতিহাসে প্রথম মেয়াদের অবসানেরই প্রতিনিধিত্ব করছে। তবে ‘আমেরিকাকে ফের মহান করার’ লড়াইয়ের এটা কেবল শুরু।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড