আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বরের নির্বাচনে কি হয়েছে সবাই এটি জানেন বলে দাবি করেছেন মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ওই নির্বাচনে আমাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) ট্রাম্প টুইটারে একটি রেকর্ড করা ভিডিওতে নভেম্বরের হোয়াইট হাউস নির্বাচনের জালিয়াতির কথা উল্লেখ করে এই প্রতিক্রিয়া জানিয়েছেন। ক্যাপিটল হিলে (পার্লামেন্ট) জমায়েত হওয়া হাজারো সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের ব্যথা জানি। আমি জানি যে আপনারা আহত হয়েছেন। তবে আপনাদের এখন বাড়ি যেতে হবে। আমাদের শান্ত থাকতে হবে। ’ নির্বাচনী জালিয়াতি বিতর্কিত দাবি এবং "সহিংসতার ঝুঁকি" উল্লেখ করে তিনি টুইটারে একটি সতর্কবার্তা টুইট করেছেন।
ওডি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড