• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিষ প্রয়োগে চীনা ধনকুবের লিন কি'র মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২০, ১৩:৩০
বিষ প্রয়োগে চীনা ধনকুবের লিন কি'র মৃত্যু
বিষ প্রয়োগে প্রাণ হারানো চীনা ধনকুবের লিন কি (ছবি : সিনহুয়া)

এশিয়ার পরাশক্তি চীনের সাংহাই পুলিশ জানিয়েছে, বড়দিনে মারা যাওয়া চীনা ধনকুবের লিন কি (৩৯) বিষ প্রয়োগের শিকার হয়েছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সাংহাই পুলিশের বরাতে প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইউযু গেমস ডেভেলপারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন লিন কি। ‘গেম অব থ্রোন্স : উইন্টার ইস কামিং’ নামক স্ট্রাটেজি গেমের জন্য প্রতিষ্ঠানটি পরিচিত।

ধারণা করা হচ্ছে, ছয় দশমিক আট বিলিয়ন ইয়ানের মালিক লিন। হুরান চায়না রিচ লিস্টে অন্তত এ তথ্য রয়েছে। সাংহাই পুলিশ এ হত্যাকাণ্ডের জন্য লিনের একজন সহকর্মীকে সন্দেহ করছে।

আরও পড়ুন : 'ইরাকে নিজেদের দূতাবাসে রকেট হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র'

পুলিশ বলছে, লিনের ওই সহকর্মীর নাম যু, সেটাও ডাকনাম। এক দিকে চলছে লিনের হত্যার তদন্ত, অন্য দিকে তার বর্তমান ও সাবেক কর্মীরা লিনের জন্য শোক প্রকাশ করছেন।

সূত্র : বিবিসি নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড