• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবারও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ সৌদিতে

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২০, ১১:৪১
আবারও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ সৌদিতে
সৌদির বিমানবন্দরে অবস্থানরত যাত্রীবাহী বিমান (ফাইল ছবি)

মহামারি করোনা ভাইরাসের নতুন প্রকোপ শুরু হওয়ায় সৌদি আরব আরও এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আকাশপথ, স্থলপথ ও জলপথ দিয়ে সৌদিতে প্রবেশ ও বাহির হওয়া আরও এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে। বিশ্বে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ শনাক্তের পরে সৌদি সংক্রমণ রোধে এই পদক্ষেপ নিয়েছে।

তবে যারা সৌদি আরবের নাগরিক নন, তাদের সৌদি আরবের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে বিমানবন্দরগুলোকে নির্দেশ দিয়েছে জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ)। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে এ কাজ করতে বলা হয়েছে।

আরও পড়ুন : বিশ্বে করোনায় ৮ কোটি ১১ লাখ মানুষ আক্রান্ত

জিএসিএ শর্তসাপেক্ষে অনুমতি দিয়ে বলেছে, বিদেশি বিমানগুলো চার্টার্ড ফ্লাইট পরিচালনা করতে পারবে। তবে সেসব বিমানের কোনো ক্রু বিমান থেকে বিমানবন্দরে নামতেই পারবে না। বিমানবন্দরের স্টাফদের সঙ্গেও সশরীরে সাক্ষাৎ করতে পারবে না তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড