• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইথিওপিয়ায় হামলায় নিহত বেড়ে ২০৭

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২০, ০৮:৫১
ইথিওপিয়ায় হামলায় নিহত বেড়ে ২০৭
হামলার প্রস্তুতি নিচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা (ছবি : বিবিসি নিউজ)

আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ ইথিওপিয়ার বেনিশানগুল-গুমুজ এলাকা রীতিমতো অশান্ত হয়ে উঠেছে। সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে নিরাপরাধ গ্রামবাসীকে হত্যা করছে। হামলায় নিহত গ্রামবাসীর সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। দেশটির পশ্চিম বেনিশাংগুল-গুমুজ প্রদেশে বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে ওই হামলা চালানো হয়।

দেশটির রেড ক্রসের পক্ষ থেকে শনিবার (২৭ ডিসেম্বর) জানানো হয়েছে, এখন পর্যন্ত ২০৭ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, গোষ্ঠীগত সহিংসতা বন্ধে শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রী আবি আহমেদ ওই প্রদেশের ভ্রমণের একদিন পর এই নৃশংস ঘটনা ঘটে। আবি বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে জানিয়েছেন, সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।

ইথিওপিয়ার মানবাধিকার কমিশন বিবৃতিতে বলেছে, সশস্ত্র ব্যক্তিদের গুলি ও অগ্নিসংযোগে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে।

আরও পড়ুন : কাশ্মীর দখলের পর ভারতে হামলার হুঁশিয়ারি শোয়েবের

কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া না গেলেও রাজ্য সরকারের মুখপাত্র বিয়েনি মেলেসি হামলায় দায় দিয়েছেন ‘শান্তি বিরোধীদের’।

তিনি বলেছিলেন, নিহতদের সংখ্যা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে যা তথ্য পাচ্ছি, সংখ্যাটা অনেক।

আরও পড়ুন : সাদ্দামের মতো পরিণতি হবে ট্রাম্পের : রুহানি

উল্লেখ্য, গত সেপ্টেম্বর থেকে এ ধরনের চারটি হামলায় বিপুল সংখ্যক মানুষ নিহত হয় প্রদেশটিতে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড