• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্ষমতা ছাড়ার আগেই সৌদিকে ভয়ঙ্কর অস্ত্র দিচ্ছেন ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২০, ১৫:৫২
ক্ষমতা ছাড়ার আগেই সৌদিকে ভয়ঙ্কর অস্ত্র দিচ্ছেন ট্রাম্প
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : রয়টার্স)

আর মাত্র কয়েকদিন পর ক্ষমতা ছাড়তে হবে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আসছে ২০ জানুয়ারি তার স্থলাভিষিক্ত হবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

যদিও ক্ষমতা ছাড়ার আগেই সৌদি আরবের কাছে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে যেতে চান ডোনাল্ড ট্রাম্প। খবর আল-জাজিরা ও ব্লুমবার্গের।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন কংগ্রেসকে জানিয়েছে, তারা সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করতে একটি লাইসেন্স ইস্যু করতে যাচ্ছে।

এর ফলে যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরব নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ও বিমান থেকে নিক্ষিপ্ত মারণাস্ত্রসহ বিপুল পরিমাণ যুদ্ধোপকরণ পাবে। যার মূল্য আনুমানিক ৪৭৮ মিলিয়ন ডলার।

আরও পড়ুন : কাশ্মীর দখলের পর ভারতে হামলার হুঁশিয়ারি শোয়েবের

লাইসেন্স ইস্যু হয়ে গেলেই মার্কিন অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রায়থিওন টেকনোলজিস করপোরেশন সরাসরি সৌদি আরবকে এসব অস্ত্র বিক্রি করতে পারবে বলে ব্লুমবার্গ জানায়।

আরও পড়ুন : সাদ্দামের মতো পরিণতি হবে ট্রাম্পের : রুহানি

ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, চুক্তি অনুসারে সৌদিতেই ওই অস্ত্র বানানো হবে। এছাড়া ৯৭ মিলিয়ন ডলারের অভ্যন্তরীণ একটি নিরাপত্তা ব্যবস্থাও যুক্তরাষ্ট্র থেকে পাবে আরব দেশটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড