• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৫০ কিলোমিটার গাড়ি চালিয়ে কৃষক আন্দোলনে বৃদ্ধারা!

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২০, ১৩:৫৪
২৫০ কিলোমিটার গাড়ি চালিয়ে কৃষক আন্দোলনে বৃদ্ধারা!
২৫০ কিলোমিটার গাড়ি চালিয়ে কৃষক আন্দোলনে যোগদান করছেন বৃদ্ধারা (ছবি : দ্য হিন্দু)

ভারতের কৃষিখাত সংস্কারের লক্ষ্যে গত সেপ্টেম্বরে তিনটি কৃষি আইন পাস হয়েছে। বিতর্কিত এই আইনের প্রতিবাদে রাস্তায় আন্দোলন করছেন ভারতীয় কৃষকরা। বুধবার (২৩ ডিসেম্বর) কৃষক আন্দোলন ২৮ দিন ছাড়াল।

এর মধ্যেই কৃষক আন্দোলনে শামিল হতে পাঞ্জাবের পাতিয়ালা থেকে দলবল নিয়ে দিল্লির সিঙ্ঘু সীমানায় হাজির হলেন ষাটোর্ধ মনজিৎ কাউর। ঘরের ছেলেরা নিজেদের দাবি আদায়ে ঠাণ্ডা উপেক্ষা করে দিল্লিতে বসে রয়েছেন। তাই তিনি আর চুপ করে ঘরে বসে থাকতে পারেননি।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) কয়েকজন সঙ্গীকে নিয়ে ২৫০ কিলোমিটারের বেশি জিপ চালিয়ে সিঙ্ঘু সীমানায় হাজির হয়েছেন মনজিৎ। একটাই লক্ষ্য চলমান আন্দোলনে কৃষকদের পাশে থেকে আরও জোরদার লড়াইয়ের বার্তা দেওয়া।

আরও পড়ুন : মোদীর কাছে কৃষকদের রক্তে লেখা চিঠি

এই সমস্যা সমাধান কবে হবে তার কোনো দিশা নেই। সরকার এবং কৃষক দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড়। ফলে যত দিন যাচ্ছে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। ভারতীয় কিসান ইউনিয়নের (বিকেইউ) মুখপাত্র রাকেশ টিকায়েত দাবি করেছেন, সরকারের কাছ থেকে তারা কোনো ডাক পাননি এখনো।

আরও পড়ুন : দুই বছরে চতুর্থবার নির্বাচন দেখছে ইসরায়েল

কৃষিমন্ত্রী বৈঠকে বসার আহ্বান জানাননি। তিনি আরও জানান, সরকার যতক্ষণ না এই তিনটি আইন প্রত্যাহার করছে, কৃষকরা তাদের অবস্থান থেকে পিছু হঠবে না। টিকায়েতের ভাষায়, সরকারকে আমাদের কাছে আসতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড