• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নামাজে যাওয়ার পথে আফগান সাংবাদিককে গুলি করে হত্যা

  আন্তর্জাতিক ডেস্ক

২২ ডিসেম্বর ২০২০, ১২:২৮
নামাজে যাওয়ার পথে আফগান সাংবাদিককে গুলি করে হত্যা
হত্যাকাণ্ডের শিকার আফগান সাংবাদিক রাহমাতুল্লাহ নেকজাদ (ছবি : আল-জাজিরা)

আফগানিস্তানে পূর্বাঞ্চলীয় শহর গাজনিতে রাহমাতুল্লাহ নেকজাদ (৪০) নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেশটিতে এ নিয়ে গত দুই মাসে তিনজন সাংবাদিকের প্রাণহানি ঘটল।

সোমবার (২১ ডিসেম্বর) নিজ বাড়ির পাশের মসজিদে নামাজ আদায়ের জন্য যাওয়ার পথে ওই আফগান সাংবাদিককে গুলি চালিয়ে হত্যা করা হয়।

গাজনি প্রাদেশিক পুলিশের মুখপাত্র আহমদ খান জানিয়েছেন, বাড়ির কাছে মসজিদে যাওয়ার সময় সাইলেন্সড পিস্তল থেকে গুলি চালিয়ে সাংবাদিক নেকজাদকে হত্যা করা হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা সংগঠন নির্মম এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। এমনকি সশস্ত্র সংগঠন তালিবানও এর দায় অস্বীকার করেছে।

আরও পড়ুন : এবার লাদাখের লেহ অঞ্চলে প্রবেশ করল চীনের সেনারা (ভিডিয়ো)

গোষ্ঠীটির মুখপাত্র জাইবুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগান সাংবাদিককে এভাবে হত্যার বিষয়টি নিন্দনীয়। এতে আমরা দেশের জন্য বড় ক্ষতি বলে মনে করি।

আরও পড়ুন : রুশ সীমান্তে ন্যাটোর ক্ষেপণাস্ত্র স্থাপনের জবাব চান পুতিন

আফগান জার্নালিস্ট সেফটি কমিটি সূত্রে জানা গেছে, নেকজাদ এএফপি এবং আল-জাজিরায় ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড