• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁদের মাটি নিয়ে পৃথিবীতে চীনের মহাকাশযান (ভিডিয়ো)

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২০, ০৯:২৪
চাঁদের মাটি নিয়ে পৃথিবীতে চীনের মহাকাশযান (ভিডিয়ো)
চাঁদ থেকে মাটি নিয়ে পৃথিবীর বুকে ফিরে আসা চীনের মহাকাশযান (ছবি : সিনহুয়া)

চাঁদ থেকে নুড়ি পাথর ও মাটির নমুনা পৃথিবীতে আনার মধ্য দিয়ে সফলভাবে মিশন সম্পন্ন করেছে চীনের নভোযান চ্যাং’ই-৫। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরের কিছু আগে উত্তর চীনের স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়ায় মাটি ভর্তি ক্যাপসুলটি নিয়ে নভোযান অবতরণ করে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।

৪০ বছরের বেশি সময় পর ফের চাঁদের মাটির নমুনা আনা গেল পৃথিবীতে। এর আগে এ ধরনের সাফল্য দেখায় যুক্তরাষ্ট্রের অ্যাপোলো ও সাবেক সোভিয়েত ইউনিয়নের সোভিয়েত লুনা মিশন।

নতুন নমুনা চাঁদের ভূ-প্রকৃতিগত গঠন এবং এর শুরুর ইতিহাস সম্পর্কে জানায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে।

মহাকাশে আধিপত্যে সক্ষমতা অর্জনে চ্যাং’ই-৫ এর সফল মিশন চীনের জন্য অসাধারণ একটি উপলক্ষ হিসেবেও দেখা হচ্ছে।

আরও পড়ুন : পারমাণবিক চুক্তি নিয়ে বিশ্ব শক্তির সঙ্গে আলোচনায় ইরান

চ্যাং’ই-৫ নভোযানটি ২৪ নভেম্বর লং মার্চ রকেটে করে চীনের হেইনান প্রদেশের ওয়েচ্যাং স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল।

১ ডিসেম্বর এটি চাঁদের বুকে অবতরণ করে। যুক্তরাষ্ট্রের ৫০ বছরের বেশি সময় পর চাঁদে দ্বিতীয় দেশ হিসেবে পতাকা স্থাপন করে চীন।

সিনহুয়ার খবরে বলা হয়, পৃথিবীতে অবতরণ করা ক্যাপসুলটি এখন বিমানে করে বেইজিংয়ে নিয়ে আসা হবে, খোলা হবে সেখানেই।

চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (সিএনএসএ) উপ পরিচালক পেই জোয়াও বলেছেন, চাঁদের মাটির কিছু নমুনা তারা অন্যান্য দেশের বিজ্ঞানীদেরও দেবে।

আরও পড়ুন : ফাইজারের পর মর্ডানার টিকা অনুমোদন যুক্তরাষ্ট্রে

পেই আরও জানান, চাঁদে আরও অভিযানের ব্যাপারে এরই মধ্যে তারা কিছু পরিকল্পনা করতে শুরু করেছেন। এর মধ্যে চাঁদে বিজ্ঞানীদের জন্য একটি গবেষণা স্টেশন নির্মাণেরও পরিকল্পনা রয়েছে তাদের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড