• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগানিস্তানে সেনা অভিযানে আরও ৮৩ তালিবান যোদ্ধা নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ ডিসেম্বর ২০২০, ১২:১৪
আফগানিস্তানে সেনা অভিযানে আরও ৮৩ তালিবান যোদ্ধা নিহত
আফগানিস্তানে সেনা অভিযান চলছে (ছবি : আল-জাজিরা)

আফগানিস্তানের দুই প্রদেশে গত ২৪ ঘণ্টায় সরকারি বাহিনীর হামলায় আরও ৮৩ তালিবান যোদ্ধার প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ১৮ জন। কান্দাহার ও গজনি প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটে। খবর আফগানিস্তান টাইমসের।

এর আগে রবিবার (১৩ ডিসেম্বর) আফগান কর্তৃপক্ষ জানিয়েছিল, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় তালিবান অধ্যুষিত কান্দাহার প্রদেশে গত তিন দিনের সেনাবাহিনীর অভিযানে অন্তত ৬৩ তালিবান যোদ্ধা নিহত ও অপর ২৯ জন আহত হয়েছেন।

দেশটির সেনাবাহিনী বিবৃতির মাধ্যমে জানিয়েছে, গত চার দিন ধরে কান্দাহারে তালিবানের বিরুদ্ধে চালানো সাঁড়াশি অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, কান্দাহার শহর ও এর আশপাশের পাঁচ জেলায় বিমানবাহিনীর ছত্রছায়ায় বড় ধরনের এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন : ইসরায়েলকে ধ্বংসে এবার যুদ্ধের পথে হাঁটছে হামাস

১৯ বছরের বেশি সময় ধরে আফগানিস্তানে মোতায়েন থাকার পর সম্প্রতি তালিবান নেতাদের সঙ্গে স্বাক্ষরিত কথিত শান্তিচুক্তি অনুযায়ী দখলদার মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে।

এ রকম অবস্থায় আফগান সেনাবাহিনী ও তালিবানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর এলো। এর আগে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনী শনিবার কান্দাহারে তালিবান অবস্থানগুলোতে বিমান হামলা চালায়।

আরও পড়ুন : তুরস্কের বিরুদ্ধে এবার ভয়ঙ্কর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

উল্লেখ্য, প্রদেশের ঝারি জেলায় সেনাবাহিনীর একটি চেকপোস্টে তালিবানের অতর্কিত হামলার পর ওই বিমান হামলা চালানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড