• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকে নিজেদের ভয়ঙ্কর পারমাণবিক শক্তি দেখাল রাশিয়া (ভিডিয়ো)

  আন্তর্জাতিক ডেস্ক

১১ ডিসেম্বর ২০২০, ০৯:৩২
বিশ্বকে নিজেদের ভয়ঙ্কর পারমাণবিক শক্তি দেখাল রাশিয়া (ভিডিয়ো)
রাশিয়ার ভয়ঙ্কর পারমাণবিক ক্ষেপণাস্ত্র (ছবি : তাস)

উত্তেজনা বাড়িয়ে বিশ্ববাসীর সামনে নিজেদের পারমাণবিক শক্তির প্রদর্শন করেছে রাশিয়ার সেনাবাহিনী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে সামরিক মহড়ায় ব্যালেস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তারা।

বুধবার (৯ ডিসেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত প্রায় দুই মিনিটের ভিডিয়োতে আকাশ, ভূমি ও সাগর থেকে উৎক্ষেপণ যোগ্য পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়া দেখা গেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউজ উইক খবরটি জানিয়েছে।

রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে ভয়ঙ্কর এই মহড়াকে সামরিক প্রশিক্ষণ পরিকল্পনার অংশ বলে উল্লেখ করেছে। বলা হয়েছে, মহড়ার উদ্দেশ্য সফল হয়েছে।

প্রকাশিত ভিডিয়োর একটি দৃশ্যে দেখা গেছে, টিইউ-১৬০ ও টিইউ-৯৫এমএস বোমারু বিমান এঙ্গেলস ও ইউক্রেনিকা বিমান ঘাঁটি থেকে কেএই-১০১ ও কেএইচ-৫৫৫ এয়ার লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ছে।

আরও পড়ুন : এরদোগানের উপস্থিতিতে ‘কারাবাখ বিজয়’ উদযাপন আজারবাইজানের

আরেকটি দৃশ্যে দেখা গেছে, প্রজেক্ট ৬৬৭ বিডিআরএম ডেলফিন-ক্লাস পারমাণবিক চালিত ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিন কারেলিয়া একটি আর-২৯ আরএমইউ পানির তলদেশ থেকে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে। এবার অপর একটি দৃশ্যে আকাশ ঘাঁটি থেকে আন্ত মহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।

আরও পড়ুন : ভেঙে পড়ল স্পেস-এক্সের শক্তিশালী রকেট (ভিডিয়ো)

রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রশিক্ষণে যেসব লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছিল তাতে সফলভাবে আঘাত করা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড