• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানে মানবিক সহায়তায় নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর ২০২০, ১৫:৩১
ইরানে মানবিক সহায়তায় নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
বিদেশ থেকে ইরানে পাঠানো মানবিক সহায়তা (ছবি : ইরনা)

ইসলামি প্রজাতন্ত্র ইরানে মানবিক সহায়তার ওপর ওয়াশিংটনের কোনো নিষেধাজ্ঞা নেই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানে মানবিক সহায়তার জন্য অর্থ পাঠানোর বিষয়টি যেসব বিদেশি ব্যাংকে প্রক্রিয়াধীন রয়েছে তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। হ্যান্ড স্যানিটাইজার, ভেন্টিলেটর, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের (পিপিই) মতো মেডিক্যাল আইটেমের ক্ষেত্রে এছাড়া প্রযোজ্য হবে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ব্যাপক ব্যতিক্রম বজায় রেখেছে। মানবিক সামগ্রীর বাণিজ্যিক বিপণন ও রফতানির অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ইমরানকে হটাতে সংসদ থেকে বিরোধী জোটের পদত্যাগ!

গত অক্টোবরের শেষ দিকে ইরানের ব্যাংকগুলোর বিরুদ্ধে আরোপিত নতুন বিশদ নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য।

আরও পড়ুন : লিবিয়ায় তুর্কি জাহাজ আটক করল হাফতারের সেনারা

দেশগুলো বলছে, মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইরানে মানবিক সামগ্রীর বাণিজ্যিক বিপণনের পথও রুদ্ধ হয়ে পড়বে। মূলত ইউরোপীয় দেশগুলোর ওই আহ্বানে সাড়া দিয়েই নিষেধাজ্ঞার ক্ষেত্রে কিছুটা নমনীয় হয় ট্রাম্প প্রশাসন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড