• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর ২০২০, ০৯:১৪
ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫
দুর্ঘটনায় বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ (ছবি : এএফপি)

ফ্রান্সে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, আল্পস পর্বতে বিধ্বস্ত হওয়া ওই হেলিকপ্টারে ছয়জন আরোহী ছিলেন। বেসরকারি কোম্পানির ওই হেলিকপ্টারটি একটি প্রশিক্ষণে অংশ নিতে গিয়েছিল।

হেলিকপ্টারটি স্যাভো এলাকার বোনভিলার্ড শহরে বিধ্বস্ত হয়েছে। কী কারণে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো তা এখন পর্যন্ত নিশ্চিত নয়। যদিও কর্মকর্তারা বলছেন, হয়তো খারাপ আবহাওয়ার কারণেই কপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি থেকে বের হতে সক্ষম হন এর পাইলট। তাকে উদ্ধার করা হয়েছে। তিনি গুরুতর আহত হয়েছেন। ওই হেলিকপ্টারটি সার্ভিস এরিয়েন ফ্রেঞ্চ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের। তারা পুরো ফ্রান্সজুড়ে তল্লাশি, উদ্ধার অভিযান এবং অন্যান্য বিমানসেবা দিয়ে থাকে।

এক টুইট বার্তায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘটনাটির জন্য তীব্র শোক প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন, দুর্ঘটনার শিকার ফ্রান্সের এই হিরোদের পরিবার, বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের প্রতি ফ্রান্সের জনগণের সমর্থন জ্ঞাপন করছি।

আরও পড়ুন : সৌদি সেনাদের অবস্থানে ইয়েমেনের ভয়াবহ ড্রোন হামলা

ফরাসি কর্তৃপক্ষ বলছে, ইউরোকপ্টার ইসি১৩৫ উদ্ধারকারী সদস্যদের একটি প্রশিক্ষণে নিয়ে যাচ্ছিল। এটি ১ হাজার ৮শ মিটার উচ্চতা থেকে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় কপ্টার থেকে বেরিয়ে যেতে সক্ষম হওয়ার পর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে অ্যালার্ম বাজান হেলিকপ্টারটির পাইলট।

হেলিকপ্টারটিতে দুর্ঘটনার সময় দু’জন পাইলট ছিলেন। এদের মধ্যে একজন প্রশিক্ষণ নিতে যাচ্ছিলেন। বাকি চারজনের মধ্যে দু’জন উইঞ্চ অপারেটর এবং অন্য দু’জন পাহাড়ি এলাকার উদ্ধারকর্মী।

দুর্ঘটনার পর ওই এলাকায় তিনটি হেলিকপ্টারে করে ৪০ জন উদ্ধারকর্মীকে পাঠানো হয়েছে। কুশায়া ও খারাপ আবহাওয়ার কারণে তারা এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। তবে সেখানে পায়ে হেঁটে বেশ কয়েকজন উদ্ধারকারী পৌঁছানোর পর তারা বিধ্বস্ত হেলিকপ্টারের পাইলটকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

আরও পড়ুন : রুশ যুদ্ধবিমানের আক্রমণে পালাল মার্কিন-ফরাসি বিমানের বহর

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন, বুধবার (৯ ডিসেম্বর) তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন। এরপরই তিনি ঘটনাটি নিয়ে বিবৃতি দিবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড