• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিজোরামে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, বাংলাদেশ সীমান্তে সতর্কতা

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ ডিসেম্বর ২০২০, ১১:৪৪
মিজোরামে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, বাংলাদেশ সীমান্তে সতর্কতা
মিজোরাম সীমান্ত থেকে উদ্ধারকৃত অস্ত্র (ছবি : দ্য হিন্দু)

বাংলাদেশের পার্বত্য এলাকার সীমান্তবর্তী ভারতের মিজোরাম রাজ্য থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাহিনীটির ডিআইজি কুলদীপ সিং এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা সংস্থাদের তথ্যে আইজল এলাকায় এসএইচকিউ, বিএসএফ উদয়পুর (ত্রিপুরা) তল্লাশি চালিয়ে এই অস্ত্র উদ্ধার করে।

বিএসএফের ৯০ নম্বর ব্যাটেলিয়নের সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন এসকে পিল্লাইয়ের নেতৃত্বে চলতি সপ্তাহে অভিযানটি চালানো হয়।

অভিযানে মিজোরামের দুইটি চেকপোস্ট থেকে ৫টি ম্যাগাজিন, একটি বন্দুকসহ ২৮টি একে-৪৭ ও একটি করে একে-৫৬ ও একে ৭৪ রাইফেল, ৪ হাজার ৪৯১ রাউন্ড গুলি, নগদ ৩৯ হাজার রুপি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীটি।

আরও পড়ুন : ভারতজুড়ে কৃষকদের ধর্মঘট চলছে

২০১৩ সালের পর মিজোরামে এটাই অবৈধ অস্ত্রের বড় চালান উদ্ধার। মূলত এর পরপরই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সীমান্ত এলাকাতেও কঠোর সতর্কতা জারি করা হয়েছে।

ভারতীয় গোয়েন্দা সংস্থা বলছে, এই অস্ত্রগুলো উত্তর ভারতের বিদ্রোহী গোষ্ঠী এবং মধ্য ভারতের মাওবাদী বিদ্রোহীদের ব্যবহারের জন্য হতে পারে।

যদিও বাংলাদেশি গোয়েন্দাদের দাবি, মিজোরাম একটি শান্ত রাজ্য। কিন্তু মিয়ানমারের অবৈধ অস্ত্র চালানের রুট হিসেবে এই অঞ্চলটিকে ব্যবহার করা হয়।

আরও পড়ুন : ইসরায়েলকে এখনই কেন চাঁচাছোলা আক্রমণ করল সৌদি?

উল্লেখ্য, বাংলাদেশের চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীরা এই অস্ত্র ব্যবহার করে বলে দাবি ভারতীয় সেনাদের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড