• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আরও ৬টি সাবমেরিন কিনছে ভারত 

  আন্তর্জাতিক ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২০, ২০:৩১
করোনা
ছবি : সংগৃহীত

করোনার মধ্যেই আরো ৬টি সাবমেরিন কিনছে ভারত। দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল কর্মবীর সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত নিয়ে চীনের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি মোকাবিলায় আরও ৬টি সাবমেরিনসহ বেশ কিছু উপকরণ কিনবে ভারতীয় নৌবাহিনী। এছাড়া তৃতীয় বিমানবাহী জাহাজের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

চীনের সঙ্গে উত্তেজনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ভারতীয় নৌবাহিনীর প্রধান বলেন, আমরা বিষয়টি জানি। ভারত মহাসাগরে আমাদের এলাকায় চীনা অনুপ্রবেশ মোকাবিলায় নির্দিষ্ট প্রোটোকল তৈরি করা হয়েছে। পাশাপাশি আমাদের লড়াইয়ের ক্ষমতা বাড়ানোরও চেষ্টা করা হচ্ছে। কর্মবীর জানান, কিছু দিনের মধ্যেই মেরিটাইম থিয়েটার কমান্ড তৈরির কথা ভাবছে নৌবাহিনী। এতে সশস্ত্র বাহিনীর তিন শাখার মধ্যে সমুদ্রপথে যৌথ পরিকল্পনার মাধ্যমে কাজ করার সুযোগ বাড়বে।

ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আগ্রাসী নীতির মোকাবিলায় জোট গড়েছে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপান। সূত্র: আনন্দ বাজার।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড