• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগানিস্তানকে সতর্ক থাকতে বলছে ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২০, ১১:৪৬
আফগানিস্তানকে সতর্ক থাকতে বলছে ইরান
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি (ছবি : আল-জাজিরা)

আফগান সরকারের পক্ষ থেকে যে কোনো ধরনের বিবৃতি প্রকাশের ক্ষেত্রে আফগানিস্তানকে আরও বেশি সাবধান হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আফগান কর্মকর্তাদের রাষ্ট্রীয় বিবৃতি প্রকাশের ব্যাপারে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন।

এ দিকে গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশকিছু ভিডিয়ো প্রকাশ হয়েছে, সেসব ভিডিয়োতে আফগান নাগরিকদের সঙ্গে কথিত ইরানি নাগরিকদের দুর্ব্যবহার করতে দেখা গেছে।

বিষয়টি নিয়ে ইরানি পুলিশের পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে বলা হয়, গুরুত্বপূর্ণ সেই ভিডিয়োচিত্রগুলো ইরানে ধারণ করার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

খাতিবজাদে বলেছিলেন, আলোচনায় আসা ঘটনাটি ইরানের মাটিতে সংঘটিত হয়নি। তবে যেখানে ঘটনাটি ঘটে থাকুক, সে ব্যাপারে আমরা দুঃখ প্রকাশ করছি।

আরও পড়ুন : ইরানে ৩০ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল মওকুফ!

এ ব্যাপারে ইরান সরকারের এই মুখপাত্র বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ছবি বা ভিডিয়োর ওপর ভিত্তি করে রাষ্ট্রীয় বিবৃতি প্রকাশ করার আগে আফগান সরকারের উচিত ছিল বিষয়টি আরও খতিয়ে দেখা।

আরও পড়ুন : নাগোরনো-কারাবাখ যুদ্ধে আজারবাইজানের ২৭৮৩ সেনা নিহত

উল্লেখ্য, দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ককে নষ্ট করে দেওয়ার সম্ভাব্য প্রচেষ্টার ব্যাপারেও এবার কাবুলকে সতর্ক থাকতে বলেছে তেহরান।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড