• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাগোরনো-কারাবাখ যুদ্ধে আজারবাইজানের ২৭৮৩ সেনা নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২০, ০৮:২৭
নাগোরনো-কারাবাখ যুদ্ধে আজারবাইজানের ২৭৮৩ সেনা নিহত
আর্মেনিয় সেনাবাহিনীর হামলায় নিহত আজারবাইজানের সেনা সদস্য (ছবি : আল-জাজিরা)

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে আর্মেনিয়ার সঙ্গে হওয়া যুদ্ধে আজারবাইজানের দুই হাজার ৭৮৩ সেনার প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) আজেরি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, প্রতিবেশী রাষ্ট্র আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে আজারবাইজানের ২,৭৮৩ সেনার মৃত্যু হয়েছে। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন বাহিনীর আরও শতাধিক সদস্য।

গত ২৭ সেপ্টেম্বর শুরু হওয়া সংঘর্ষের পর থেকে এতদিন নিজেদের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানায়নি আজারবাইজান। এমন পরিস্থিতিতে রাশিয়ার মধ্যস্থতায় গেল ১০ নভেম্বর আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

আরও পড়ুন : আজারবাইজানে পরমাণু হামলা চালাতে বলছে মার্কিন মিডিয়া

অপর দিকে আর্মেনিয়াও যুদ্ধে কতজন সেনার প্রাণ গেছে তা খোলাসা করেনি। যদিও এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধে তাদের ২ হাজার ৩১৭ সেনার প্রাণহানি ঘটেছিল।

আরও পড়ুন : লিবিয়ায় ২০ হাজার বিদেশি যোদ্ধা তৎপর : জাতিসংঘ

উল্লেখ্য, প্রায় তিন দশক ধরে নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ন্ত্রণ করেছে জাতিগত আর্মেনিয়রা। বিরোধপূর্ণ এ অঞ্চলে যুদ্ধে ১৯৯০ এর দশকে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।