• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা ইরানের

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ ডিসেম্বর ২০২০, ১৭:১০
করোনা
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের প্রতি সব ধরনের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ফিলিস্তিনের জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি প্রকাশ দিবস উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদে পাঠানো এক বার্তায় তিনি এ কথা জানান।

ওই বার্তায় ইসরায়েলের আগ্রাসী ও বর্বর নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক মহলকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। হাসান রুহানি বলেন, সাত দশকের বেশি সময় ধরে ফিলিস্তিনিরা নিপীড়নের শিকার হচ্ছে।

তিনি আরো বলেন, এতোকিছুর পরেও ইসরায়েল নতুন করে ফিলিস্তিনের ভূখণ্ড সংযুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে ফিলিস্তিনিদের ওপর অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে। করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও ইসরায়েল নিরাপরাধ ফিলিস্তিনিদের হত্যা করছে এবং গাজা উপত্যকার লোকজনের ওপর কঠোর অবরোধ দিয়ে রেখেছে।

তিনি মনে করেন, ফিলিস্তিনের ভূখণ্ডকে ইহুদিকরণের যে পরিকল্পনা হাতে নিয়ে ইসরায়েল এগিয়ে যাচ্ছে, সে ঘটনার জেরে শুধু ফিলিস্তিনের মারাত্মক অবনতি হয়নি। বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে বলেও মনে করেন তিনি।

ইসরায়েলের এসব পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক মহল কোনো ব্যবস্থা নেয়নি বলেও আক্ষেপ জানান তিনি। সূত্র : পার্স টুডে

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড