• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমিরাতে ভয়ঙ্কর হামলার হুঁশিয়ারি ইরানের

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ ডিসেম্বর ২০২০, ১৩:২৮
আমিরাতে ভয়ঙ্কর হামলার হুঁশিয়ারি ইরানের
আক্রমণের জন্য প্রস্তুত ক্ষেপণাস্ত্র (ছবি : প্রতীকী)

মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইসলামি প্রজাতন্ত্র ইরানে হামলা চালায় তাহলে পাল্টা পদক্ষেপ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে আক্রমণ চালাবে তেহরান। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে হুঁশিয়ারি সম্বলিত এই খবরটি প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আমিরাতের যুবরাজ ও ডি ফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন জায়েদকে এ ব্যাপারে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে ইরান। গত সপ্তাহে বিষয়টি নিয়ে মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে ইরানি কর্তৃপক্ষের বেশ কয়েক দফায় যোগাযোগ হয়।

বিশ্লেষকদের মতে, জেনারেল কাশেম সোলাইমানির পর এবার পারমাণবিক বিশেষজ্ঞ মহসেন ফখরিজাদেহ হত্যাকাণ্ডের জেরে উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইরান। ফখরিজাদেহ হত্যাকাণ্ডের পর আরও বড় মার্কিন হামলার আশঙ্কা করছে তেহরান। ইরানের শঙ্কা- নিজের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই ইরানে হামলা চালাতে পারে ট্রাম্প প্রশাসন।

আরও পড়ুন : আজারবাইজানে পরমাণু হামলা চালাতে বলছে মার্কিন মিডিয়া

এ দিকে ইরান থেকে আমিরাতের দূরত্ব ৭০ কিলোমিটার। এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নিয়েছে কথিত মুসলিম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত। মূলত এতেই বেজায় ক্ষুব্ধ ইসলামিক রাষ্ট্র তুরস্ক ও ইরান।

আরও পড়ুন : রোহিঙ্গাদের স্থানান্তর করতে চায় না এইচআরডব্লিউ

উল্লেখ্য, মহসেন ফখরিজাদেহ হত্যাকাণ্ডের জন্যও ইসরায়েলকে দায়ী মনে করে তেহরান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড