• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক কোটি অভিবাসীকে নাগরিকত্ব দিচ্ছেন বাইডেন

  আন্তর্জাতিক ডেস্ক

০২ ডিসেম্বর ২০২০, ১১:৫৫
এক কোটি অভিবাসীকে নাগরিকত্ব দিচ্ছেন বাইডেন
সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ছবি : সিএনবিসি)

মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ১ কোটি ১০ লাখ অভিবাসীকে বৈধ করে নাগরিকত্ব দেবেন ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে বিল পাসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছেন তিনি।

সম্প্রতি মার্কিন টেলিভিশন এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন বাইডেন। ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মধ্যেই তিনি এ কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন।

বাইডেন বলেছিলেন, শিশুকালে বাবা-মার হাত ধরে বেআইনি পথে যুক্তরাষ্ট্রে আসার পর এখনো অনেকেই বৈধ হতে পারেননি। অথচ তারা এই দেশের আলো-বাতাসে বড় হয়েছেন, শিক্ষালাভ করেছেন।

আরও পড়ুন : ইহুদিদের নিয়ে মুখ খুলে লন্ডনে বাংলাদেশি কাউন্সিলর বরখাস্ত

এমন ৮ লক্ষাধিক তরুণ অভিবাসীর জন্য ওবামা প্রশাসন যে কর্মসূচি (ড্যাকা) শুরু করেছিল তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। যাদের বয়স ৩০ বছরের নিচে তারাও গ্রিন কার্ড পাবেন বলে উল্লেখ করেন বাইডেন।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে আরেকটি ঘূর্ণিঝড়

প্রসঙ্গত, ৩ নভেম্বরের নির্বাচন অনুযায়ী, সিনেটে ডেমোক্র্যাটরা ৪৮ আসন ধরে রেখেছে। রিপাবলিকানদের আসন ৫০টি। জর্জিয়ায় দুই আসনের ‘রানঅফ’ নির্বাচন হবে ৫ জানুয়ারি। দুটিই ছিল রিপাবলিকানদের। সেগুলো ডেমোক্র্যাটরা দখলে সক্ষম হলেই বাইডেন তথা ডেমোক্র্যাটদের অভিবাসন ইস্যুতে কিছু করার পথ সুগম হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড