• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় ৮ সৌদি সেনা নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ নভেম্বর ২০২০, ১৬:৪৩
করোনা
ছবি : সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তাদের হামলায় সৌদি আরবের অন্তত ৮ জন সেনা নিহত হয়েছে। কাতারভিত্তিক আলজাজিরা এ খবর দিয়েছে।

হামলায় একজন সৌদি লেফটেন্যান্ট নিহত হয়েছেন বলে সৌদি সংবাদমাধ্যম জানিয়েছে। তবে এতে বিস্তারিত কিছু বলা হয়নি।

শিয়া সমর্থিত হুথি যোদ্ধাদের মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, রবিবার সৌদি আরবের মারিব প্রশাসনিক এলাকায় তাদাউইন ক্যাম্পে হামলা চালানো হয়েছে। ক্যাম্পটিতে ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছিল সৌদি বাহিনী।

তবে এ হামলা নিয়ে সৌদি আরব এখনো কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, ২০১৪ সালে ইয়েমেন সরকার ও ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়।

হুথিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদিকে ক্ষমতা থেকে সরিয়ে রাজধানী সানা দখল করে নেওয়ার পর এই গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন জোট।

এরপর থেকে সৌদি আরবে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে হুথিরা। সৌদি তেলক্ষেত্রে বড় ধরনের হামলা চালিয়ে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ বিঘ্ন ঘটিয়ে দিয়েছিল। সে ঘটনায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইরানকে দায়ী করায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দেখা দেয়।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড