• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মার্কিন মুলুকে নতুন ইতিহাস গড়লেন বাইডেন

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ নভেম্বর ২০২০, ১৫:৫২
মার্কিন মুলুকে নতুন ইতিহাস গড়লেন বাইডেন
সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ছবি : সিএনবিসি)

যুক্তরাষ্ট্রে আবারও ইতিহাস গড়লেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে তিনি নিজের সিনিয়র প্রেস টিমের সব পদে নারীদের নিয়োগ দিয়েছেন। বাইডেন প্রশাসনের দাবি, মার্কিন মুলুকে এমন ইতিহাস এবারই প্রথম।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, টিমের নেতৃত্বে থাকছেন সাবেক ক্যাম্পেইন কমিউনিকেশনস ডিরেক্টর কেট বেডিংফিল্ড।

প্রেস সেক্রেটারি হয়েছেন ওবামা প্রশাসনের সময় হোয়াইট হাউজের কমিউনিকেশনস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা ইয়েন সকি।

প্রেসিডেন্ট পদে প্রাথমিক জয়ের আগে থেকেই বাইডেন বলে আসছেন প্রশাসনে বৈষম্য দূর করবেন।

প্রেস টিম গড়ার পর বিবৃতিতে বাইডেন বলেছেন, সম্পূর্ণ নারীদের নিয়ে হোয়াইট হাউজের প্রথম সিনিয়র প্রেস টিমের ঘোষণা দিতে পেরে আমি গর্বিত।

আরও পড়ুন : রিমোট কন্ট্রোলড বন্দুক দিয়ে হত্যা করা হয় ইরানের বিজ্ঞানীকে

বাইডেন মনে করেন, এভাবে দক্ষদের নিয়ে প্রশাসন গড়লে যুক্তরাষ্ট্র আবার এগিয়ে যাবে।

মার্কিন নির্বাচনের রাজ্য পর্যায়ের ফল সরকারিভাবে এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। বেশ কয়েকটি জায়গায় ভোট গণনা এখনো চলছে। রাজ্যগুলোর ফল নির্ধারিত হওয়ার পর ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজের বৈঠকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হবে।

তারপর ২০ জানুয়ারি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক হওয়ার কথা।

প্রাথমিক ফলাফলে হারলেও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কোনোরকম তথ্য প্রমাণ ছাড়াই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন।

আরও পড়ুন : ইরাকের তেল শোধনাগারে আইএসের বিধ্বংসী রকেট হামলা

যদিও এই নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে সুরক্ষিত’ নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন দেশটির নির্বাচনি কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড