• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত তুরস্কের

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ নভেম্বর ২০২০, ০৮:৩৩
ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত তুরস্কের
ফিলিস্তিনি জনগণ (ছবি : আল-জাজিরা)

মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্ক। রবিবার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে নিজ দেশের এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

টুইটারে দেওয়া এক পোস্টে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি আমাদের আন্তরিক সমর্থন রয়েছে। আমরা সব সময় ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সমর্থন দিয়ে যাব।

এবার তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্য বিবৃতিতেও ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ১৯৮৭ সালের ২৯ নভেম্বর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি প্রস্তাব পাস করে জাতিসংঘ। এরপর থেকে দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিন ও ইসরায়েল- আলাদা দুইটি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়। তবে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বলপূর্বক একের পর ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে নিচ্ছে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন : ফখরিজাদেহ হত্যাকারীকে চূড়ান্ত শাস্তি দেওয়ার ঘোষণা খামেনির

সাম্প্রতিক বছরগুলোতে এ ইস্যুতে জোরালো ভূমিকা নিয়েছে তুরস্ক। জাতিসংঘে দেওয়া ভাষণে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান।

সূত্র : আনাদোলু এজেন্সি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড