• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মানবাধিকার লঙ্ঘনকারীদের সম্পদ জব্দের হুঁশিয়ারি ইইউর

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ নভেম্বর ২০২০, ১৫:৫৪
মানবাধিকার লঙ্ঘনকারীদের সম্পদ জব্দের হুঁশিয়ারি ইইউর
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পতাকা (ছবি : প্রতীকী)

মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, তাদের সম্পদ জব্দসহ নানা কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য ‘ইউরোপিয়ান ম্যাগনিটস্কি অ্যাক্ট’ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ আইনটির ফলে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে শুরু করে তাদের বিরুদ্ধে অবরোধ দিতে পারবে ইইউ। এমনকি জব্দ করতে পারবে তাদের সম্পদও।

ইতোমধ্যে আইনটির অনুমোদন দিয়েছে ইইউ সদস্য রাষ্ট্রগুলো। আগামী মাস থেকে এর প্রয়োগ শুরু হবে। আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে এতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করার কথা। একই সঙ্গে মানবাধিকারের সর্বজনীন ঘোষণার ৭৭তম বার্ষিকীতে এটি চালু হচ্ছে।

গণহত্যা থেকে শুরু করে নির্যাতন, নির্যাতন থেকে শুরু করে খেয়াল-খুশিমতো গ্রেপ্তার ও আটক রাখার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে এই কঠোর বিধিনিষেধ।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গুরুত্বপূর্ণ আইনটির একটি কপি ব্রিটিশ মিডিয়া দ্য গার্ডিয়ানের হাতে এসেছে।

আরও পড়ুন : এবার সার্বিয়া ও মন্টিনিগ্রোতে উত্তেজনা : রাষ্ট্রদূত বহিষ্কার

সেখানে দেখা গেছে, বিশ্বজুড়ে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়কে মোকাবিলার জন্য কঠোর এসব বিধিনিষেধ থাকছে এ আইনে।

সূত্র : দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড