• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোমালিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ৭ 

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ নভেম্বর ২০২০, ২০:২২
করোনা
ছবি : সংগৃহীত

সোমালিয়ায় আত্মঘাতী হামলায় ৭ জন নিহত হয়েছে। দেশটির রাজধানী মোগাদিসুতে গত রাতে এ ঘটনা ঘটে। হামলার পর দায় স্বীকার করে নিয়েছে দেশটির ইসলামপন্থী জঙ্গি সংগঠন আল শাবাব। হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলেও জনিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

রাজধানীর একটি আইসক্রিম পার্লারে এ হামলা চালানো হয় বলে জানা গেছে। এখানে দেশটির সরকারি কর্মকর্তা ও বিদেশিরা অবস্থান করছিলেন বলে সূত্র থেকে জানা গেছে। আল শাবাবের পক্ষ থেকে এ হামলাকে সফল ও পরিকল্পিত আক্রমণ বলে বলে অভিহিত করা হয়েছে। এর মধ্যে আরও একটি বিস্ফোরণ শনিবার সকালে সংঘটিত হয়েছে বলে জানা গেছে। এ হামলা চালানো হয়েছিল রাজধানীর বন্দরের ব্যবস্থাপককে উদ্দেশ্য করে তবে তিনি হামলা থেকে নিজেকে রক্ষা করতে সমর্থ হয়েছেন বলে জানা গেছে।

আল শাবাব আফ্রিকা অঞ্চলে আল কায়েদার বড় ধরনের মিত্র বলে পরিচিত। এ সংগঠনটির সঙ্গে দেশটির সংঘাত চলছে ৩০ বছরেরও বেশি সময ধরে। এ পর্যন্ত কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে এ সংঘাতে। সূত্র: আল জাজিরা, আনাদলু এজেন্সি।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড