• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘ইরানের শীর্ষ বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল’

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ নভেম্বর ২০২০, ১৩:১৮
ফাখরিজাদেহ হত্যাকাণ্ড
ইরানের শীর্ষস্থানীয় পদার্থবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ হত্যাকাণ্ড। (ছবি : সংগৃহীত)

ইরানের শীর্ষস্থানীয় পদার্থবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ হত্যাকাণ্ডের ঘটনায় ইসরাইল জড়িত বলে জানিয়েছে মার্কিন একটি গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী পত্রিকা ‘নিউইয়র্ক টাইমস’ এ খবর প্রকাশ করেছে।

ইরানের রাজধানী তেহরানের কাছে শুক্রবার (২৭ নভেম্বর) প্রথিতযশা বিজ্ঞানী ও গবেষক মোহসেন ফাখরিজাদেহ সন্ত্রাসী হামলায় খুন হন।

নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, এ হত্যাকাণ্ডে ইসরাইলের গোয়েন্দারা জড়িত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ প্রথম থেকেই এ হত্যাকাণ্ডের সঙ্গে ইসরাইল জড়িত বলে জোরালো দাবি করে আসছেন।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নকে দ্বিমুখী নীতি পরিহার করে বর্বর এ হত্যাকাণ্ডের নিন্দা জানানোর আহ্বান জানান।

আরও পড়ুন : শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যার কঠিন প্রতিশোধ নেবে ইরান

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০১৮ সালে একটি অনুষ্ঠানে ইরানবিরোধী আলোচনা করতে গিয়ে বিজ্ঞানী ফাখরিজাদেহর নাম বারবার উল্লেখ করেছিলেন।

সে সময় তিনি হুমকি দিয়ে বলেছিলেন- স্মরণ রাখবেন, নামটি হচ্ছে ফাখরিজাদেহ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড