• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগানিস্তানে বেআইনি হত্যা, চাকুরিচ্যুত অস্ট্রেলিয়ার ১৩ সেনা

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ নভেম্বর ২০২০, ১১:০৮
বেআইনি হত্যাকাণ্ড
আফগানিস্তানে বেআইনি হত্যাকাণ্ড। (ছবি : সংগৃহীত)

আফগানিস্তানে বেআইনি হত্যাকাণ্ড চালানোয় জড়িত বিশেষ বাহিনীর ১৩ সদস্যকে চাকুরিচ্যুত করছে অস্ট্রেলিয়া।

শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল রিক বার জানিয়েছেন, ইতোমধ্যে এসব সদস্যদের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। আপিলে সাফল্য না পেলে এই নোটিশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে চাকরি হারাবে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আফগানিস্তানে অস্ট্রেলীয় সেনাদের সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগের মুখে তদন্ত শুরু করতে বাধ্য হয় ক্যানবেরা। বছর ব্যাপী তদন্তের পর গত ১৯ নভেম্বর প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, আফগানিস্তানে দায়িত্ব পালনকালে অবৈধভাবে দেশটির ৩৯ জন বেসামরিক নাগরিককে হত্যায় দায়ী অস্ট্রেলিয়ার সেনারা। এরা সবাই বিশেষ বাহিনীর সদস্য। বাহিনীটির ১৯ জনের বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরুর সুপারিশ করার কথা বলা হয় প্রতিবেদনে। এসব সদস্যদের বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে আফগানিস্তানে বিভিন্ন খুন ও নিষ্ঠুর কর্মকাণ্ডসহ অন্তত ৩৬টি যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে বলে জানান দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল আঙ্গুস ক্যাম্পবেল।

শুক্রবার অস্ট্রেলিয়ার সেনা প্রধান রিক বার বিশেষ বাহিনীর ১৩ সদস্যকে চাকুরিচ্যুতের নোটিশ দেওয়ার কথা জানালেও তাদের কারোরই পরিচয় প্রকাশ করেননি। তবে তিনি জানান, সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগের মুখে পড়তে যাওয়া ১৯ সদস্যের মধ্যে কেউই এই নোটিশ পাননি।

লেফটেন্যান্ট জেনারেল রিক বার বলেন, ‘আমরা এই তদন্ত থেকে শিক্ষা নিতে এবং এর থেকে আরও বেশি শক্তিশালী, দক্ষ এবং কার্যকর সেনাবাহিনী হিসেবে আবির্ভূত হতে প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি বলেন, ‘প্রতিটি মামলার ক্ষেত্রেই প্রত্যেকটি বিষয় এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে।’

আরও পড়ুন : মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়াচ্ছে মার্কিন বোমারু বিমান

গত সপ্তাহের ওই প্রতিবেদন প্রকাশের পর আফগানিস্তানের কাছে ক্ষমা প্রার্থনা করেন অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তা। ওই প্রতিবেদনে আক্রান্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি সেনাবাহিনীতে একগুচ্ছ সংস্কার আনার সুপারিশ করা হয়।

উল্লেখ্য, ২০০১ সালে নাইন ইলেভেন হামলার পর আফগানিস্তানে মার্কিন জোটের অংশ হিসেবে সেনা মোতায়েন করে অস্ট্রেলিয়া। দেশটির যুদ্ধ করা সেনা সদস্যরা ২০১৩ সালে আফগানিস্তান ছেড়ে যায়। তবে প্রশিক্ষণ এবং সহায়কের ভূমিকা এখনও দেশটিতে অবস্থান করছে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড