• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আঘাত হেনে দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় নিভার 

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর ২০২০, ২০:২২
করোনা
ছবি : সংগৃহীত

ভারতের পূর্ব উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় নিভার। রাত আড়াইটা নাগাদ ভারতের পুদুচেরি ও তামিলনাডুতে আঘাত করেছে নিভার, এমন তথ্য জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। তবে সকালের দিকে ঝড়টি যে গতিতে ছিল রাতের দিকে তা আর অবশিষ্ট থাকেনি বলে জানা গেছে।

আম্ফানের তাণ্ডবে কয়েক মাস আগে পশ্চিমবঙ্গের উপকূল তছনছ হয়ে গিয়েছিল। আম্ফানের মতোই পুদুচেরিতে আঘাত হানতে পারে নিভার এবং ঝড়ের দাপটে ধ্বংস হয়ে যেতে পারে উপকূলের বসতি, এমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়াবিদরা। সে কারণে দু দিন আগে থেকেই সরিয়ে নেওয়া হয়েছিল সাধারণ মানুষকে।

ঝড়টির প্রভাবে পুদুচেরি, কাড্ডালাোর ও চেন্নাইয়ে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে সকাল থেকে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসেব জানা যায়নি। ঝড়ের গতি পুরোপুরি না কমলে উপকূলীয় এলাকার ক্ষয়ক্ষতি সম্পূর্ণভাবে জানা সম্ভব নয় বলে জানা গেছে। ব্যাপক প্রাণহানির আশঙ্কা নাকচ করে দেওয়া হয়েছে। এ পর্যন্ত একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। সূত্র: ডয়চেভেল, এনডিটিভি।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড