• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্কুল থেকে হাসপাতালের সিট, এশিয়ায় ঘুষের রেকর্ড ভারতের

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর ২০২০, ১৭:৪০
অধিকার
ছবি : সংগৃহীত

এশিয়ার মধ্যে আবারও রেকর্ড করল ভারত। তবে তা সুনামের নয় কলঙ্কের। এশিয়ার মধ্যে ঘুষ নেওয়ার তালিকায় প্রথম স্থান দখল করছে দেশটি। প্রাথমিক স্কুলের ভর্তি থেকে শুরু করে সরকারি হাসপাতালের সিট নেওয়ার ক্ষেত্রেও ভারতে চলে ঘুষ বাণিজ্য।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নামে এক সংস্থার জরিপে এ তথ্য উঠে এসেছে। আর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কম্বোডিয়া।

জরিপে জানা গেছে, ভারতে ৩৯ শতাংশ কাজে ঘুষ দেওয়া হয়। আর উপরের মহল বা ক্ষমতাবানদের মাধ্যমে কাজ হয় ৪৬ শতাংশ। তাদের মধ্যে ৩২ শতাংশ মনে করেন উঁচু জায়গায় যোগাযোগ না করলে তারা পরিষেবা পেতেন না।

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৭টি দেশের ২০ হাজার মানুষের ওপর জরিপ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ওই জরিপে পুলিশ, আদালত, সরকারি হাসপাতাল, পরিচয়পত্র সংগ্রহ ও অন্যান্য পরিষেবা নিয়ে প্রশ্ন করা হয় অংশগ্রহণকারীদের। তারা জানায়, ৪২ শতাংশ ক্ষেত্রে পুলিশকে ঘুষ দিতে হয়েছে। পরিচয়পত্র পেতে ঘুষ দিতে হয়েছে ৪১ শতাংশ।

ভারতে ৪৭ শতাংশ মানুষ বিশ্বাস করেন যে গত ১২ মাসে দুর্নীতি বেড়েছে। একই সঙ্গে ৬৩ শতাংশ মানুষ এটাও মনে করেন যে দুর্নীতি রুখতে সরকার ভাল কাজ করছে।

এদিকে, ঘুষ দেওয়ার তালিকায় সবচেয়ে নিচে রয়েছে জাপান ও মালদ্বীপ। এই দুই দেশে মাত্র দুই শতাংশ কাজে ঘুষ দেওয়া হয়।

সূত্র : সংবাদ প্রতিদিন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড