• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিদায়ের আগে ইরানকে ফের নিষেধাজ্ঞায় ফেলতে চান ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর ২০২০, ১৫:৪৯
বিদায়ের আগে ইরানকে ফের নিষেধাজ্ঞায় ফেলতে চান ট্রাম্প
সদ্য পরাজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : আল-জাজিরা)

ক্ষমতা ছাড়ার আগে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছেন সদ্য পরাজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের কথা রয়েছে।

যদিও এর আগেই তেহরানের বিরুদ্ধে নতুন করে আরও কঠোর ব্যবস্থা নিতে মরিয়া ওয়াশিংটন। বুধবার (২৫ নভেম্বর) এক অনলাইন সামিটে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক দূত ইলিয়ট আব্রামস এমন ইঙ্গিত দিয়েছেন। প্রতিবেদন প্রকাশের মাধ্যমে খবরটি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

নবনির্বাচিত প্রেসিডেন্টকে তেহরানের সঙ্গে চুক্তির ক্ষেত্রে এসব নিষেধাজ্ঞা ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি।

ইলিয়ট আব্রামস জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে ইরানের প্রভাব হ্রাস এবং দেশটির পারমাণবিক হুমকি মোকাবিলায় নতুন করে নিষেধাজ্ঞার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন : বাইডেনকে ট্রাম্পের মতো সন্ত্রাসী না হতে বলছে ইরান

বিশ্লেষকদের মতে, গত কিছুদিন আগেই সিরিয়ায় ইরানি উপস্থিতিকে বাধাগ্রস্ত করলে কঠিন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত দিল ওয়াশিংটন।

আরও পড়ুন : ইসরায়েলকে ক্রিমিনাল বলে কাতারকে সতর্ক করল ইরান

গত রবিবার (২২ নভেম্বর) এক অনলাইন ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেছিলেন, সিরিয়ায় ইরানের উপস্থিতিকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের জন্য কঠিন জবাব অপেক্ষা করছে। এর মধ্যেই বুধবার ইরানের হুমকি মোকাবিলায় নতুন করে নিষেধাজ্ঞার পরিকল্পনার কথা জানালেন ইলিয়ট আব্রামস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড