• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

উইঘুর মুসলিমদের নিয়ে পোপের মন্তব্য প্রত্যাখ্যান চীনের

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর ২০২০, ১০:১১
উইঘুর মুসলিমদের নিয়ে পোপের মন্তব্য প্রত্যাখ্যান চীনের
নির্যাতনের শিকার উইঘুর মুসলিম নারী (ছবি : এএফপি)

‘লেট আস ড্রিম : দ্য পাথ টু অ্যা বেটার ফিউচার’ বইয়ের লেখক পোপ ফ্রান্সিস। সেখানে তিনি লিখেছেন, আমি প্রায়ই নির্যাতিত মানুষদের কথা ভাবি। এই নির্যাতিত মানুষের উদাহরণ দিতে গিয়ে তিনি রোহিঙ্গা, দরিদ্র উইঘুর ও ইয়াজিদিদের কথা বলেছেন। বইটি আগামী ১ ডিসেম্বর প্রকাশ হওয়ার কথা রয়েছে। খবর রয়টার্সের

বইটিতে পোপ ফ্রান্সিস এই প্রথম চীনের উইঘুরদের নির্যাতিত জনগোষ্ঠী হিসেবে অভিহিত করলেন। এ ব্যাপারে বলার জন্য মানবাধিকারকর্মীরা অনেক দিন ধরেই তার প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান দাবি করেন, পোপ ফ্রান্সিস যে মন্তব্য করেছেন, তার কোনো বাস্তব ভিত্তি নেই।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, চীন সরকার সবসময় জাতিগত সংখ্যালঘুদের আইনগত অধিকার সমানভাবে রক্ষা করে এসেছে। সব নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকেরা বেঁচে থাকা ও বিকাশ লাভের পূর্ণ অধিকার ও ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা পুরো উপভোগ করে।

আরও পড়ুন : আর্মেনিয়ার কাছ থেকে কালবাজারের নিয়ন্ত্রণ নিল আজারবাইজান

উল্লেখ্য, চীনে সংখ্যালঘু উইঘুর মুসলিমরা নানাভাবে নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অভিযোগ করে আসছে। যদিও বেইজিং অভিযোগটি প্রত্যাখ্যান করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড