• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানে বিশেষ বাণিজ্য প্রতিনিধি নিয়োগ দিল কাতার

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ নভেম্বর ২০২০, ১৫:০০
ইরানে বিশেষ বাণিজ্য প্রতিনিধি নিয়োগ দিল কাতার
ইরানে বিশেষ বাণিজ্য প্রতিনিধি নিয়োগ দিচ্ছে কাতার (ছবি : আল-জাজিরা)

ইসলামি প্রজাতন্ত্র ইরানে আনুষ্ঠানিকভাবে একজন বিশেষ বাণিজ্য প্রতিনিধি নিয়োগ করেছে কাতার। বিষয়টি নিশ্চিত করে ইরানের জ্বালানিমন্ত্রী রেজা আরদাকানিয়ান জানিয়েছেন, প্রতিবেশী রাষ্ট্র ইরানের সঙ্গে সম্পর্ক গভীর করার অংশ হিসেবে কাতার পদক্ষেপটি নিল।

রেজা আরদাকানিয়ান জানিয়েছেন, ইরান হচ্ছে বিশ্বের চতুর্থ দেশ যেখানে কাতার বিশেষ বাণিজ্য প্রতিনিধি নিয়োগ করল। এর আগে দেশটি আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সে বিশেষ বাণিজ্য প্রতিনিধি নিয়োগ করেছে।

ইরানের জ্বালানিমন্ত্রী বলেছেন, কাতারের এই পদক্ষেপের অর্থ হল দেশটি ইরানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক গভীর করার জন্য আন্তরিক এবং সুস্পষ্ট চেষ্টা চালাচ্ছে। খবর পার্সটুডের

এ দিকে ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের নিউজ ওয়েবসাইট পাভেন থেকে জানানো হয়, মঙ্গলবার (২৪ নভেম্বর) রেজা আরদাকানিয়ান এবং কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আলী বিন আহামদ আল-কুওয়ারি জ্বালানি এবং অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করেছেন।

আরও পড়ুন : তেল স্থাপনায় ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার সৌদির

গুরুত্বপূর্ণ এ চুক্তির আওতায় দু'দেশের মধ্যে পানি, সুয়ারেজ ট্রিটমেন্ট, বিদ্যুৎ এবং প্রাকৃতিক গ্যাসের ১৪টি খাতে দু'দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো হবে। ইরান ও কাতার হচ্ছে বিশ্বে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুই শক্তি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড