• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

তেল স্থাপনায় ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার সৌদির

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ নভেম্বর ২০২০, ১৩:৪২
তেল স্থাপনায় ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার সৌদির
ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত সৌদির তেল স্থাপনা (ছবি : খালিজ টাইমস)

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াদ। সৌদি সরকার বলেছে, হুথিরা ‘বিশ্ব অর্থনীতি ও এর সরবরাহ পথের মূলে’ আঘাত হেনেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ খবরটি জানিয়েছে।

ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে সৌদি নেতৃত্বাধীন কথিত সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি বলেছেন, গত রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে চালানো ক্ষেপণাস্ত্র হামলা শুধু “সৌদি রাজতন্ত্রের জাতীয় সম্পদ লক্ষ্য করেই চালানো হয়নি। বরং বিশ্ব অর্থনীতি ও এর সরবরাহ পথের মূলে” চালানো হয়েছে।

তার মতে, ভয়াবহ এ হামলার মাধ্যমে বিশ্ব জ্বালানী নিরাপত্তার ওপরও আঘাত হানা হয়েছে।

বিশ্লেষকদের মতে, তুর্কির আগে সৌদি জ্বালানী মন্ত্রণালয় জেদ্দা শহরে অবস্থিত আরামকোর একটি তেল ডিস্ট্রিবিউশন স্টেশনে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করে।

আরও পড়ুন : পাল্টা পরমাণু মোশন নিয়ে এগিয়ে যাচ্ছে ইরান

এর আগে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি সোমবার (২৩ নভেম্বর) জানিয়েছিলেন, নবনির্মিত কুদস-২ ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে ওই ডিস্ট্রিবিউশন স্টেশনে হামলা চালানো হয়েছে।

জেনারেল সারিয়ি জানান, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে এবং সম্প্রতি সৌদি আরবের গভীরে হামলা চালিয়ে এর পরীক্ষা সম্পন্ন হয়। তবে আনুষ্ঠানিকভাবে এখনো এ ক্ষেপণাস্ত্রের কথা ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন : মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করার হুঁশিয়ারি ইরানের

ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের অব্যাহত আগ্রাসন এবং অবরোধের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জেনারেল সারিয়ি মন্তব্য করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড