• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্ষেপণাস্ত্রের শক্তি দেখতেই হুথিরা সৌদির তেলক্ষেত্রে হামলা চালায়

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ নভেম্বর ২০২০, ১১:২৯
ক্ষেপণাস্ত্রের শক্তি দেখতেই হুথিরা সৌদির তেলক্ষেত্রে হামলা চালায়
ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনের হুথি বিদ্রোহী সেনারা সৌদি আরবের বন্দরনগরী জেদ্দার আরামকো তেল স্থাপনায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এবার যেখানে ইয়েমেনি যোদ্ধারা আক্রমণ চালিয়েছে সেটি হচ্ছে কোম্পানিটির তেল ডিস্ট্রিবিউশন স্টেশন।

সোমবার (২৩ নভেম্বর) ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানান, কুদস-২ ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে ওই ডিস্ট্রিবিউশন স্টেশনে হামলা চালানো হয়েছে। মূলত এর পরপরই অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি স্থানটিতে ছুটে যায়।

জেনারেল সারিয়ি জানান, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে এবং সৌদি আরবের গভীরে হামলা চালিয়ে এর পরীক্ষা সম্পন্ন হয়। মূলত ক্ষেপণাস্ত্রটির শক্তি দেখতেই এবার আরামকো তেলক্ষেত্রে হামলা চালানো হয়।

আরও পড়ুন : সৌদির তেলক্ষেত্রে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার রোমহর্ষক ভিডিয়ো প্রকাশ

তবে আনুষ্ঠানিকভাবে এখনো এ ক্ষেপণাস্ত্রের কথাটি ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন : মন্ত্রিসভার ৬ সদস্যের নাম ঘোষণা বাইডেনের

ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন আরব জোটের অব্যাহত আগ্রাসন এবং অবরোধের জবাবে হামলাটি চালানো হয়েছে বলে জেনারেল সারিয়ি মন্তব্য করেন।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড