• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিয়ায় ইরানি সেনাদের বাধা দিলেই ধ্বংসের হুঁশিয়ারি

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ নভেম্বর ২০২০, ১৫:৫৫
সিরিয়ায় ইরানি সেনাদের বাধা দিলেই ধ্বংসের হুঁশিয়ারি
আক্রমণের জন্য প্রস্তুত ক্ষেপণাস্ত্র (ছবি : প্রতীকী)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ায় ইরানি সেনাবাহিনীর উপস্থিতিকে বাধাগ্রস্ত করলে কঠিন ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রবিবার (২২ নভেম্বর) এক অনলাইন ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ।

তিনি বলেছিলেন, সিরিয়ায় ইরানের উপস্থিতিকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের যে কোনো সময় ধ্বংস করা হবে।

সম্প্রতি বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়েছিল, সিরিয়ায় ইরানি অবস্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। রবিবারের ব্রিফিংয়ে সরাসরি এ খবর স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি সাঈদ খাতিবজাদেহ। যদিও তার মতে, ইরান তার জাতীয় নিরাপত্তার বিষয়ে কখনও আপোষ করেনি।‌

সাঈদ খাতিবজাদেহ বলেন, সিরিয়ায় ইরানের পরামর্শমূলক উপস্থিতিকে যারা বাধাগ্রস্ত করবে তাদেরকে কঠিন জবাবের মুখে পড়তে হবে। ইহুদিবাদী ইসরায়েল এটি জানে যে, হামলা করে পালিয়ে যাওয়ার দিন অনেক আগেই শেষ হয়ে গেছে।

আরও পড়ুন : ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত সৌদির আরামকো তেলক্ষেত্র

তিনি বলেছেন, তাদের এখন খুবই সতর্কতার সঙ্গে পথ চলতে হবে। কিন্তু ইসরায়েল তাদের আচরণ সংশোধন করছে না। ফলে যেখানেই তারা বাধা সৃষ্টি করতে চায় সেখানেই তাদেরকে সংঘাতের মুখে পড়তে হবে।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড