• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভ্যাকসিন নিশ্চিতে অর্থ সহায়তার আহ্বান মেরকেলের

  আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর ২০২০, ১৯:১৩
করোনা
ছবি : সংগৃহীত

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ধনী রাষ্ট্রগুলোকে অধিক অর্থ সহায়তা দিয়ে অনুন্নত রাষ্ট্রের নাগরিকদের করোনা ভ্যাকসিন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার বিকল্প নেই বলেও মন্তব্য করেন মেরকেল।

উন্নত রাষ্ট্রগুলোর জোট জি-২০ সম্মেলনে দেওয়া বক্তব্যে জার্মান চ্যান্সেলর বলেন, করোনা মহামারি ঠেকাতে আরো অনেক কিছুই করতে হবে। এ ক্ষেত্রে জাতিসংঘ, বিশ্বস্বাস্থ্য সংস্থাসহ উন্নত দেশগুলোকে এক সঙ্গে কাজ করতে হবে।

করোনাভাইরাসের কারণে অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে এবারের জি-২০ সম্মেলন। জোটের নেতারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ করেন। প্রথমবারের মতো সম্মেলনের সভাপতিত্ব করছে সৌদি আরব। সম্মেলনে সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আলোচনার প্রত্যাশা থাকলেও করোনাভাইরাস মোকাবেলার কৌশল ও এ বিষয়ে উন্নত দেশগুলোর ভূমিকাই বেশি গুরুত্ব পেয়েছে।

এদিকে, সম্মেলনে দেওয়া বক্তৃতায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ বলেন, কোটি কোটি মানুষের জীবন হুমকির মুখে। এ পরিস্থিতি সামলাতে প্রয়োজন আন্তর্জাতিক ঐক্য ও সদিচ্ছা।

সম্মেলনে করোনা পরিস্থিতি মোকাবেলায় জি-২০ নেতাদের কাছে চার দশমিক পাঁচ বিলিয়ন ডলার চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সূত্র: ডয়চে ভেলে বাংলা।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড