• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজায় ইসরায়েলের বিমান হামলা 

  আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর ২০২০, ১৬:৩২
করোনা
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনে গাজা উপত্যকার নিয়ন্ত্রক হামাস কর্তৃক রকেট হামলার জবাবে এ বিমান হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে। সম্প্রতি ফিলিস্তিনের অপর অংশ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের জের ধরে দু পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যেই গাজা উপত্যকায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটল।

তবে ইসরায়েলের হামলায় এখন প‌র্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের অভিযোগ, দেশের অভ্যন্তরে রকেট হামলার মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম শুরু করতে চাইছে হামাস। বিমান হামলার পর দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, হামাসের রকেট উৎক্ষেপণ ক্ষেত্র ও এর ভূগর্ভস্থ অবকাঠামো গুড়িয়ে দেওয়া হয়েছে। এ হামলায় একটি যুদ্ধবিমান ও দুটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল।

এর আগে, ইসরায়েলের পুলিশ অভিযোগ করেছিল, হামাসের রকেট হামলায় আসকেলন শহরের কিছু স্থাপনার ক্ষতি হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। শহরটি গাজা উপত্যকা থেকে ১০ কিলোমিটার উত্তরে অবস্থিত বলে জানা গেছে। সূত্র: এবিসি নিউজ।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড