• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মধ্যপ্রাচ্যে ফের ভয়ঙ্কর বোমারু বিমান পাঠাল যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর ২০২০, ১৫:৫৭
মধ্যপ্রাচ্যে ফের ভয়ঙ্কর বোমারু বিমান পাঠাল যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে মার্কিন বোমারু বিমান (ছবি : প্রতীকী)

মার্কিন বাহিনী আবারও মধ্যপ্রাচ্যে বি-৫২ এইচ স্ট্রাটোফোরট্রেস বোমারু বিমান মোতায়েন করেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত বাড়াতে পারেন বলে আশঙ্কা যখন জোরদার হয়েছে ঠিক তখনই মার্কিন বাহিনী অঞ্চলটিতে এই ভয়ঙ্কর বিমান মোতায়েন করল।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আমেরিকার নর্থ ড্যাকোটার একটি বিমানঘাঁটি থেকে দুটি বোমারু বিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয় এবং এসব বিমান শনিবার (২১ নভেম্বর) মধ্যপ্রাচ্যে টহল দিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বিবৃতির মাধ্যমে জানায়, অতি স্বল্প সময়ে মিশনটি পরিচালনা করা হয়েছে। এর উদ্দেশ্য মূলত আগ্রাসন প্রতিরোধ ও মার্কিন মিত্রদেরকে আশ্বস্ত করা।

আরও পড়ুন : ট্রাম্পকে ফেলে অবশেষে বাইডেনের দিকেই ঝুঁকছে সৌদি

বিবৃতিতে বলা হয়, গুরুত্বপূর্ণ এই মিশনের মধ্য দিয়ে এ কথা প্রমাণ করা হয়েছে যে, স্বল্প সময়ের নোটিশে মার্কিন বাহিনী বিশ্বের যে কোনো জায়গায় বিমান শক্তি মোতায়েন করার ক্ষমতা রাখে।

আরও পড়ুন : পাশ্চাত্যের হুমকিতে পিছু না হটার ঘোষণা এরদোগানের

উল্লেখ্য, মিশনটির মাধ্যমে বিমানের ক্রুরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুট ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের সঙ্গে পরিচিত হয়ে উঠবেন এবং তারা যে কোনো হুমকি নস্যাৎ করার সক্ষমতা অর্জন করবেন।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড