• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাশিয়ায় স্যানিটাইজার পানে ৭ জনের মৃত্যু (ভিডিয়ো)

  আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর ২০২০, ১২:৩২
মদ শেষ! রাশিয়ায় স্যানিটাইজার পানে ৭ জনের মৃত্যু 
হ্যান্ড স্যানিটাইজার পান করছেন রাশিয়ান যুবক (ছবি : এনএনসি)

রাশিয়ায় একটি পার্টিতে মদ শেষ হয়ে যাওয়ায় হ্যান্ড স্যানিটাইজার পান করে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কোমায় রয়েছেন আরও দুইজন। দেশটির ইয়াকুতিয়া অঞ্চলের তাত্তিনস্কি জেলার তমতর গ্রামে ঘটনাটি ঘটেছে।

আন্তর্জাতিক মিডিয়ার দাবি, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তমতর গ্রামে একদল লোক পার্টি করছিলেন। অনুষ্ঠানের মাঝখানে তাদের পানীয় শেষ হয়ে যাওয়ায় হাতের কাছে থাকা প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধী হ্যান্ড স্যানিটাইজার পান করেন।

এতে ঘটনাস্থলেই তিনজন, পরে হাসপাতালে গত দুইদিনে আরও চারজনের মৃত্যু হয়। মারা যাওয়া সাতজনের মধ্যে প্রথম তিনজনের একজন ৪১ বছর বয়সী নারী। আর দুইজনের বয়স ২৭ এবং ৫৯ বছর।

আরও পড়ুন : বিদায়ের আগে সৌদির আমন্ত্রণে জি-২০ সম্মেলনে ট্রাম্প

এমন অবস্থায় অসুস্থ বাকি ছয়জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে শুক্রবার (২০ নভেম্বর) আরও তিনজনের মৃত্যু হয়। যাদের বয়স ২৮, ৩২ এবং ৬৯। আর শনিবার (২১ নভেম্বর) অপর ব্যক্তির মৃত্যু হয়। তার বয়স এখনো জানা যায়নি।

আরও পড়ুন : দ. আফ্রিকায় বাংলাদেশিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রীয় আঞ্চলিক প্রসিকিউটর বলেন, স্যানিটাইজার পানের কারণে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। তারা যা পান করেছেন তাতে ৬৯ শতাংশ মিথানল ছিল, যা করোনা মহামারির সময়ে হ্যান্ড স্যানিটাইজার হিসেবে বিক্রি করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড