• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাশ্মীর সীমান্তে পাকিস্তানের হামলায় ভারতীয় সেনা নিহত 

  আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর ২০২০, ১৮:৪৬
করোনা
ছবি : সংগৃহীত

বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখায় ফের হামলা চালাল পাকিস্তান। জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় পাকিস্তানের হামলায় ভারতীয় সেনার এক হাবিলদার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক সেনা সদস্য। এ খবর জানিয়েছেন ভারতের সেনা মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল দেবেন্দর আনন্দ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

জানা গেছে, নিহত সেনা হাবিলদার সোলাঙ্কি পাটিল। হামলায় আহত হয়েছেন নায়েক সাগর। নওসেরার লাম এলাকায় ফরওয়ার্ড লোকেশনে দু’জনে নিযুক্ত ছিলেন। সেখানেই রাত ১টা নাগাদ হামলা চালায় পাকিস্তান। পাল্টা জবাব দেয় ভারতীয় বাহিনী। ভোর ৪টা পর্যন্ত দু’পক্ষের মধ্যে গোলাগুলি চলে।

এর আগে, বৃহস্পতিবার ভোরে জম্মু নগরোটায় সুরক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের চার সন্ত্রাসী নিহত হয় । জম্মু-শ্রীনগর হাইওয়ে ধরে একটি ট্রাকে চেপে কাশ্মীরে যাওয়ার চেষ্টা করেছিল পাকিস্তান থেকে আসা ওই সন্ত্রাসী রা। কিন্তু, তার অনেক আগেই নগরোটা টোল প্লাজার সামনে ট্রাকটি তল্লাশির মুখে পড়লে এ ঘটনা ঘটে।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড