• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

তালিবানের সঙ্গে বৈঠক করতে কাতারে পম্পেও

  আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর ২০২০, ১৭:০৫
করোনা
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তালিবান ও আফগান সরকারের আলোচকদের সঙ্গে শনিবার বৈঠক করবেন।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য দ্রুত প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে তাদের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার ইঙ্গিত দেওয়ার পর তিনি এ আলোচনা করতে যাচ্ছেন। খবর এএফপি’র।

শুক্রবার রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, পম্পেও কাতারের রাজধানী দোহায় আফগান ও তালেবান প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবেন।

পম্পেও দোহায় অবস্থানকালে কাতারের শাসক আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।

এ সপ্তাহের শুরুর দিকে পেন্টাগন জানায়, তারা আফগানিস্তান থেকে দ্রুত প্রায় দুই হাজার সৈন্য প্রত্যাহার করে নেবে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় ২০২১ সালের মাঝামাঝি সময়ের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা রয়েছে।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড