• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানকে ভয়ঙ্কর হুমকি পম্পেওর

  আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর ২০২০, ১২:১৪
মাইক পম্পেও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। (ছবি : সংগৃহীত)

ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমেরিকার টেবিলে সব অপশন রয়েছে বলে আবারও হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

ইসরায়েলের দৈনিক পত্রিকা ‘জেরুজালেম পোস্ট’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই হুমকি দিয়েছেন। তিনি বলেন, গত চার বছর ধরে ইরানের বিরুদ্ধে আমেরিকা এই নীতি অনুসরণ করে এসেছে এবং এই নীতির পরিবর্তন হওয়ার কোনও কারণ নেই।

মাইক পম্পেও বলেন, আমার মূল্যায়ন এবং ইতিহাস তাই বলবে যে, আমরা এ ব্যাপারে খুবই সফল হয়েছিলাম।

ইরানবিরোধী ট্রাম্প প্রশাসনের নীতির কথা উল্লেখ করে পম্পেও বলেন, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণের শুরুর দিকে আমরা পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গিয়েছিলাম। তখন বিশ্ব বলেছিল ইরানের বিরুদ্ধে শুধু আমেরিকার চাপ কার্যকর হবে না। কিন্তু এই চাপের কারণে ইরান বিশ্বব্যাপী ক্ষতিকর তৎপরতা কমাতে বাধ্য হয়েছে। এর মধ্যে একটি হল ইরান আন্তর্জাতিক অঙ্গন থেকে কোনো অর্থের চালান গ্রহণ করতে পারবে না। এটি আগের যে কোনো সময়ের চেয়ে সম্পূর্ণভাবে ভিন্ন ছিল এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কাছে বার্তা গেছে।

আরও পড়ুন : অবৈধ ইহুদি বসতি পরিদর্শনে পম্পেও, ফিলিস্তিনে তীব্র ক্ষোভ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে এমন সময় এই হুমকি দিলেন যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদায় নিতে যাচ্ছে এবং পম্পেও নিজেও বিদায় নেবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড