• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্ষুব্ধ ট্রাম্পের বোমা ফাটানো নিয়ে শঙ্কা বাড়ছে

  আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর ২০২০, ১০:৪১
ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প
ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। (ছবি : সংগৃহীত)

নির্বাচনে পরাজয়ের পর ক্ষুব্ধ হয়ে ওঠা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহজুড়ে পররাষ্ট্রনীতিতে একের পর বোমা ফাটিয়েছেন। আর এতে হতভম্ব হয়েছেন তার শত্রু এবং মিত্র উভয়েই। এমন প্রেক্ষাপটে আগামী কয়েক দিনের মধ্যে সৌদি আরব আয়োজন করতে যাচ্ছে জি-২০ সম্মেলন। ইতোপূর্বে জলবায়ু পরিবর্তন প্রশ্নে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর এই জোটের সম্মতিপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করেছেন ট্রাম্প। আর এবারে ক্ষুব্ধ ট্রাম্প জোটটির ক্ষতির পরিমাণ কোথায় নিতে পারেন তা নিয়ে শঙ্কিত হয়ে উঠেছেন অনেকেই। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ নিয়ে নিজ দেশে আইনি লড়াই শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ ছাড়া প্রায় নিশ্চিত হওয়ার পরও তিনি আগের মেয়াদের নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে বেপরোয়া পদক্ষেপ নিয়ে চলেছেন। তারই অংশ হিসেবে নির্বাচনের ফলাফল স্পষ্ট হয়ে ওঠার পর গত সপ্তাহে তিনি আফগানিস্তান থেকে বেশি পরিমাণ সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

আফগান সরকারের আশঙ্কা, ট্রাম্পের এই পদক্ষেপের কারণে তাদের দেশে তালেবানদের নিয়ন্ত্রণ বাড়ার ঝুঁকি রয়েছে। এমনকি সেনা কমানোর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্পের নিজ দলের কিছু নেতাও। রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যাডাম কিনজিনজার ওই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, এটা পরবর্তী প্রশাসনকে বিপদে ফেলার একটি চেষ্টা।

আফগানিস্তানে কম্বাট মিশনের নেতৃত্ব দিয়ে আসা মার্কিন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা অ্যাডাম কিনজিনজার সতর্ক করে বলেছেন, দেশটিতে যে পরিমাণ সেনা থাকছে তাতে তারা নিজেদের সুরক্ষা ছাড়া আর কিছুই করতে পারবে না। বুধবার সিএনএন’কে তিনি বলেন, নিজেদের রক্ষার জন্য রেখে আসা আড়াই হাজার সেনাই যথেষ্ট।

এছাড়া ইরাকেও সেনা কমানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইরাকের উদ্বেগের কারণে কখন এবং কীভাবে সেনা কমানো হবে তা নিয়ে ইরাক সরকার ও সেখানে যৌথ বাহিনীর দায়িত্বে থাকা মার্কিন জেনারেলের মধ্যকার আলোচনার গতি ধীর হয়ে পড়েছে।

সেনা প্রত্যাহার ছাড়াও আগামী জানুয়ারিতে হোয়াইট হাউজ ছাড়ার আগে ট্রাম্প আরও কী কী করতে পারেন তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ট্রাম্পের গুরুত্বপূর্ণ মিত্র দেশ সৌদি আরব কয়েক দিনের মধ্যে যখন জি-২০ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে তখন এই প্রশ্ন বেশি করে উঠছে। করোনা মহামারির কারণে এবারে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে এই সম্মেলন। আর তাতে ভিডিওলিংকে যুক্ত হয়ে ট্রাম্প বক্তব্য রাখবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর থাকা নিশ্চিত। অনেকেই মনে করছেন, অন্য বিশ্ব নেতাদের সামনে ব্যক্তিগতভাবে পরাজিত মানুষ হিসেবে উপস্থিত থাকাকে বিব্রতকর বলে ভাবতে পারেন ট্রাম্প।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তার বাবা বাদশাহ সালমান ভার্চুয়াল বৈঠক পছন্দ না করলেও মহামারির কারণে তাতে বাধ্য হচ্ছে রিয়াদ। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়া যুবরাজ সালমান এই সম্মেলনকে নিজের ইমেজ বাড়ানোর সুযোগ হিসেবে দেখছেন। এই সম্মেলনে যুবরাজের নেতৃত্বে সৌদি আরবে নেওয়া বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ তুলে ধরা হতে পারে।

এবারের জি-২০ সম্মেলনের ঘোষিত লক্ষ্যের মধ্যে রয়েছে করোনা মহামারি ও এর অর্থনৈতিক প্রভাব নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার উদ্যোগ নিয়ে আলোচনা করা। উভয় ইস্যুতেও ব্যর্থতার স্বাক্ষর রেখেছে ট্রাম্পের নেতৃত্ব। তিনি ক্ষমতায় থাকা অবস্থাতেই করোনা সংক্রমণ ও মৃত্যুতে দুনিয়ার শীর্ষে উঠেছে যুক্তরাষ্ট্র। আর পূর্বের জি-২০ সম্মেলনের ঘোষণাপত্রে জলবায়ু সংক্রান্ত ঘোষণার ভাষায় পরিবর্তন না করলে তাতে স্বাক্ষর করবেন না বলে জানিয়ে দেন ট্রাম্প। আর এবারের সম্মেলন কোনও কারণে দুর্বল হয়ে গেলে হতাশ হতে পারে সৌদিরা। কেননা, এবারের সম্মেলন নিয়ে সৌদি শাসকদের উচ্চাকাঙ্ক্ষা অনেক বেশি।

হোয়াইট হাউজে জো বাইডেনের প্রবেশসহ মার্কিন নীতিতে আগামী দিনে নানা পরিবর্তনের আভাসের বিষয়ে সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কূটনীতিক জানান, বেশ কিছু কারাবন্দিকে মুক্তি দিতে পারে রিয়াদ। এদের মধ্যে থাকতে পারেন কানাডায় শিক্ষা লাভ করা নারী অধিকার কর্মী লোউজেইন আলহাতলুল।

আরও পড়ুন : আমি ইসলামের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিইনি : ম্যাক্রোঁ

নিজের মেয়াদকালে সৌদি রাজপরিবারকে রক্ষায় নানা পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। এর কিছু ইঙ্গিত পাওয়া যায় তার জীবনী লেখক বব উডওয়ার্ডের কথায়। এই লেখকের দাবি, খাশোগি হত্যার পর সৌদি যুবরাজ প্রসঙ্গে ট্রাম্প তাকে বলেছিলেন, আমিই তাকে বাঁচিয়ে দিয়েছি। সৌদি শাসকদের রক্ষায় ট্রাম্প শেষ সময়ে আরও কী পদক্ষেপ নেবেন তা নিয়েও জল্পনা রয়েছে। অনেকের ধারণা, ইয়েমেনে সৌদি আরবের শত্রু হুথিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে পারেন ট্রাম্প। আর তা হলে হুথি সমর্থক ইরানকে মোকাবিলা করা বাইডেনের জন্য আরও জটিল হয়ে উঠতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড